পড়াশোনা
1 min read

শ্রুতিগোচর শব্দ ও শ্রাব্যতার পাল্লা কাকে বলে?

শ্রুতিগোচর শব্দ : যে শব্দ আমরা শুনতে পাই তাকে শ্রুতিগোচর শব্দ বলে। শব্দের কম্পন যদি 20 Hz থেকে 20000 Hz এর মধ্যে হয় তবে তা আমরা শুনতে পাই। এই কম্পন সীমার মধ্যে উৎপন্ন শব্দকে শ্রুতিগোচর শব্দ বলে।

শ্রাব্যতার পাল্লা : যে কম্পন সীমার মধ্যে উৎপন্ন শব্দ আমরা শুনতে পাই, সেই কম্পন সীমাকে শ্রাব্যতার পাল্লা বলে। মানুষের শ্রাব্যতার পাল্লা বা সীমা 20 Hz – 20000 Hz এর মধ্যে। অর্থাৎ এই সীমার মধ্যে উৎপন্ন শব্দ মানুষ শুনতে পারে, 20 Hz-এর কম বা 20000 Hz এর বেশি কম্পাঙ্কের শব্দ মানুষ শুনতে পারে না।

Rate this post