পড়াশোনা
1 min read

তড়িৎ বিভব কাকে বলে? তড়িৎ বিভবের একক কি?


অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক তড়িৎ চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে। তড়িৎ বিভবের SI একক হলো ভোল্ট। একে V দ্বারা প্রকাশ করা হয়।
অসীম দূরত্ব হতে 1.0 C পরিমাণ ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1.0 J কাজ সম্পন্ন করতে হয় তবে, তড়িৎ বিভব, V = 1.0J/1.0C = 1.0JC-1

তড়িৎ বিভব কয় প্রকার এবং কি কি?
তড়িৎ বিভব দুই প্রকারের। যথা— ১। উচ্চ বিভব বা পজিটিভ বিভব এবং ২। নিম্ন বিভব বা নেগেটিভ বিভব।
5/5 - (1 vote)