পড়াশোনা
1 min read

নিউটনের শীতলীকরণ সূত্র কি?

বিজ্ঞানী নিউটন সর্ব প্রথম কোনাে বস্তু কর্তৃক বিকীর্ণ তাপ এবং বস্তুর তাপমাত্রার মধ্যে সম্পর্ক নির্ধারণ করে একটি সূত্র উদ্ভাবন করেন। এটি নিউটনের শীতলীকরণ সূত্র নামে পরিচিত। সূত্রটি হলাে- বস্তু পৃষ্ঠের ক্ষেত্রফল ও প্রকৃতি অপরিবর্তিত থাকলে, কোনাে বস্তুর বিকিরণজনিত তাপ বর্জনের হার বস্তুর তাপমাত্রা এবং পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক

Rate this post