পড়াশোনা
0 min read

প্যাসকেলের সূত্র কি? উদাহরণসহ ব্যাখ্যা

কোনাে পাত্রে তরল বা বায়বীয় পদার্থ রাখলে তা পাত্রের সংলগ্ন গাত্রে চাপ প্রয়ােগ করে। কিন্তু এই পাত্রটি আবদ্ধ করে যদি তরলের বা বায়বীয় পদার্থের উপর যে কোনাে স্থানে বাড়তি চাপ প্রয়ােগ করা হয় তা হলে সেই চাপ সবদিকে সঞ্চালিত হয়। এ সম্পর্কে বিজ্ঞানী প্যাসকেল একটি সূত্র দেন। এটি প্যাসকেলের সূত্র নামে পরিচিত।

প্যাসকেলের সূত্র : “কোনো পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের যে কোনো অংশের উপর বাইরের থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে সবদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।”

উদাহরণ : মনে করি, একটি পলিথিনের থলে পানি ভর্তি করে মুখ বন্ধ করে দেওয়া হলো। এরপর বিভিন্ন স্থানে ছোট ছোট ছিদ্র করে চাপ প্রয়োগ করা হলে চাপ চারিদিকে সমানভাবে সঞ্চালিত হবে।
এখানে যা শিখলাম–
প্যাসকেলের সূত্র কি বা কাকে বলে?; প্যাসকেলের সূত্র কে আবিষ্কার করেন?; প্যাসকেলের সূত্রের উদাহরণসহ ব্যাখ্যা?; প্যাসকেলের সূত্র কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য?;
1.5/5 - (2 votes)