পড়াশোনা
1 min read

মৌলিক একক ও লব্ধ একক (Fundamental unit and Derived unit)

প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে যে সব নিয়ম নিহিত আছে তার উদঘাটন হলো পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য। আবার এই নিয়ম উদঘাটনের জন্য প্রয়ােজন হয় পরীক্ষা-নিরীক্ষা। পরীক্ষা-নিরীক্ষার দুটি দিক রয়েছে। একটি গুণগত এবং অপরটি পরিমাণগত। পরিমাপ ছাড়া কোন রাশির মান বা পরিমাণ জানা যায় না। কোন রাশির সঠিক মান বা পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলে।

আর পদার্থবিজ্ঞানে পরিমেয় সব কিছুকেই রাশি বলে। যেমন- দৈৰ্ঘ্য, ভর, সময়, বল, শক্তি ইত্যাদি। আবার, পদার্থ ও শক্তি সংক্রান্ত পরিমেয় সব কিছুকেই প্রাকৃতিক রাশি বলে। যেকোন রাশিকে পরিমাপের জন্য তার একটি নির্দিষ্ট মান বা পরিমাণকে আদর্শ (Standard) হিসাবে ধরা হয় এবং এই আদর্শের সাথে তুলনা করে সমগ্র রাশিটির মান বা পরিমাণ নির্ণয় করা হয়। কোন রাশির যে আদর্শ মান বা পরিমাণের সাথে তুলনা করে সমগ্র রাশিটির মান বা পরিমাণ নির্ণয় করা হয় তাকে তার একক (Unit) বলে। পরিমাপের একক দু’প্রকার । যথা- (১) মৌলিক একক এবং (২) যৌগিক একক বা লব্ধ একক

মৌলিক এককঃ যে সব রাশির একক অপর কোন রাশির এককের উপর নির্ভর করে না তাদের একককে মৌলিক একক বলে। মৌলিক একক মােট ছয়টি। যথা-
(ক) দৈর্ঘ্যের একক, (খ) ভরের একক, (গ) সময়ের একক, (ঘ) বিদ্যুৎ প্রবাহের একক, (ঙ) তাপমাত্রার একক এবং (চ) দীপন মাত্রার একক।

যৌগিক একক বা লব্ধ এককঃ যেসব রাশির একক মৌলিক একক থেকে প্রতিপাদন করা হয় তাদের একককে যৌগিক একক বলে। উপরিউক্ত ছয়টি মৌলিক একক ছাড়া আর সব রাশির একক যৌগিক একক। যেমন- ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ, বল, কাজ, চাপ ইত্যাদি রাশির এক যৌগিক একক।

এ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তরঃ–

১। ভৌত জগতের পরিমাপযোগ্য রাশিগুলোকে কী বলা হয়?

উত্তর : ভৌত রাশি।

২। তাপমাত্রা কী রাশি?

উত্তর : ভৌত রাশি।

৩। পরিমাণের আদর্শ পরিমাপকে কী বলা হয়?

উত্তর : পরিমাপের একক।

৪। কোনটি স্বাধীন ও নিরপেক্ষ?

উত্তর : মৌলিক একক।

৫। মৌলিক একক কয়টি?

উত্তর : ৭টি।

৬। ক্যান্ডেলা কিসের একক?

উত্তর : দীপন ক্ষমতা।

৭। পদার্থের পরিমাণের একক কি?

উত্তর : মোল।

৮। লব্ধ একক পাওয়া যায় কোনটি থেকে?

উত্তর : মৌলিক একক।

5/5 - (11 votes)