শিশিরাঙ্ক কি?

admin
0 Min Read

কোনো স্থানের তাপমাত্রা কমলে ঐ স্থানের জলীয় বাষ্পের ধারণক্ষমতা কমে যায়। তাপমাত্রা ক্রমশ কমতে থাকলে নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুমণ্ডল ঐ স্থানের জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়। ঐ তাপমাত্রায় বায়ুতে অবস্থিত জলীয় বাষ্প তখন শিশিরে পরিণত হয়। এই তাপমাত্রাই শিশিরাঙ্ক

সুতরাং, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে

Share this Article
Leave a comment
x