গড় মুক্তপথ বা গড় নির্বাধ দূরত্ব কাকে বলে?

admin
1 Min Read

কোনো অণুর পর পর দুটি সংঘর্ষের মধ্যবর্তী স্থানগুলোর গড় নিলে যে দূরত্ব পাওয়া যায় তাকেই গড় মুক্তপথ বা গড় নির্বাধ দূরত্ব বলে।
আদর্শ গ্যাসের অণুসমূহ সর্বদা পরস্পরের সাথে এবং আধারের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। দুটি সংঘর্ষের মধ্যবর্তী স্থানে অণুগুলো মুক্তভাবে বিচরণ করে বলে নিউটনের গতিসূত্র অনুযায়ী এদের গতি সরলরেখায় হয়ে থাকে। প্রতিটি সংঘর্ষের পর অণুর বেগের দিক পরিবর্তিত হয়। পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে নির্বাধ দূরত্ব বা মুক্তপথ বলে।

যদি কোন অণু n সংখ্যক সংঘর্ষের মাধ্যমে মোট S দূরত্ব অতিক্রম করে
তাহলে, গড় মুক্ত পথ, λ = S ÷ n

Share this Article
Leave a comment
x