পড়াশোনা
1 min read

নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কি?

নাল ভেক্টর বা শূন্য ভেক্টর এমন একটি ভেক্টর যার নির্দিষ্ট দিক বা ধারক নেই। অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য এবং যার দিক নির্ণয় করা যায় না, তাকে শূন্য ভেক্টর বলে। এক্ষেত্রে ভেক্টরের প্রারম্ভবিন্দু ও প্রান্তঃবিন্দু একটিমাত্র বিন্দু হয়। যেমন : AABB  শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরকে 0 দ্বারা সূচিত করা হয়।

নাল ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই কেন?
নাল ভেক্টর হলো শূন্য ভেক্টর। এর মান শূন্য বলে এর কোনো সুনির্দিষ্ট দিক নির্ণয় করা সম্ভব নয়। তাই এর দিক যেকোনো দিকেই বিবেচনা করা যেতে পারে।

Rate this post