পড়াশোনা
1 min read

আণবিক পাল্লা কাকে বলে? সংরক্ষণশীল বল পথ নির্ভরশীল কিনা- ব্যাখ্যা করো।

আণবিক পাল্লা কাকে বলে?
দুটি অণুর মধ্যে সংসক্তি বল সর্বোচ্চ যে দূরত্ব পর্যন্ত অনুভূত হয় তাকে আণবিক পাল্লা বলে। এ দূরত্বের মান প্রায় 10-10 m। একটি অণুকে কেন্দ্র করে আণবিক পাল্লার সমান ব্যাসার্ধ নিয়ে একটি গোলক কল্পনা করলে তাকে ঐ অণুর প্রভাব গোলক বা পাল্লা গোলক বলে। কেন্দ্রের কিবল গোলকের ভিতরের অণুগুলোর দ্বারা প্রভাবিত হয়। প্রভাব গোলকের বাইরের কোন অণু দ্বারা কেন্দ্রীয় অণুটি প্রভাবিত হবে না। অর্থাৎ বাইরের কোন অণু এবং কেন্দ্রীয় অণুটির মধ্যে সংসক্তি বল নেই বললেই চলে।

সংরক্ষণশীল বল পথ নির্ভরশীল কিনা- ব্যাখ্যা করো।
আমরা জানি, যে বল কোনো বস্তুর ওপর ক্রিয়া করলে তাকে যেকোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে বল কর্তৃক কাজ শূন্য হয় তাকে সংরক্ষণশীল বল বলে। সংজ্ঞানুসারে, সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ বস্তুর গতিপথের ওপর নির্ভরশীল নয়।
যেহেতু কৃতকাজ = বল × সরণ এবং সরণ, গতিপথের ওপর নির্ভরশীল নয়, বরং বস্তু আদি ও অন্ত অবস্থানের ওপর নির্ভর করে মাত্র।
সুতরাং সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ গতিপথের ওপর নির্ভরশীল না হওয়ার মানে হলো, সংরক্ষণশীল বল নিজেই বস্তুর গতিপথের ওপর নির্ভরশীল নয়। যেমন- বস্তু ভূপৃষ্টের ধারে কাছে অবস্থান করে যে পথেই গমন করুক না কেন বস্তুর ওপর অভিকর্ষ বল (যা এক প্রকার সংরক্ষণশীল বল) সর্বদা পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করবে।

5/5 - (16 votes)