পড়াশোনা
1 min read

বিদ্যুৎ প্রবাহ কাকে বলে? বিদ্যুৎ প্রবাহ কত প্রকার ও কি কি?

কোনো পরিবাহকের যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে। বিদ্যুৎ প্রবাহ দুই প্রকার। যথা : ১. সম বা একমুখী প্রবাহ (Direct Current) এবং ২. পরিবর্তী বা দ্বিমুখী প্রবাহ (Alternating Current)।

১. সম বা একমুখী প্রবাহ (Direct Current) : তড়িৎপ্রবাহ যদি সর্বদা একই দিকে প্রবাহিত হয় বা সময়ের সাথে যদি তড়িৎপ্রবাহের দিকের কোন পরিবর্তন না হয় তাহলে সে প্রবাহকে সম বা একমুখী প্রবাহ বলে। তড়িৎ কোষ থেকে আমরা একমুখী প্রবাহ পাই।

মানবদেহের ওপর বিদ্যুৎপ্রবাহের প্রভাব কী?

মানুষের দেহ বিদ্যুতের পরিবাহী। বিদ্যুৎপ্রবাহ দেহের মধ্য দিয়ে পারিবাহিত হলে দেহের নার্ভগুলো সাময়িকভাবে অসাড় হয়ে পড়ে এবং অনৈচ্ছিক পেশি চালনায় ব্যথা প্রভৃতি অনুভব হয়। অনেক সময় এ বৈদ্যুতিক শকের ফলে প্রবাহের সৃষ্টি হয় এবং কখনো কখনো হৃৎস্পন্দন বন্ধ হয়ে মৃত্যুও হতে পারে। সেজন্য অপরিবাহী কোন বস্তুর ওপর দাঁড়িয়ে বিদ্যুৎসংক্রান্ত কাজ করতে হয়।

4.5/5 - (2 votes)