বাইকের টুলবক্স দিয়ে পদ্মা সেতুর নাট-বল্টু খুলেছে এক যুবক!
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ওই যুবক জানিয়েছে নিজের মোটরসাইকেলে থাকা টুলবক্সে থাকা যন্ত্র দিয়ে সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক করছে সে।
তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও সরকারি সম্পত্তি বিনষ্টের চেষ্টার অভিযোগ এনে মামলা হবে।
পদ্মা সেতু রেলিংয়ের স্কু খুলে মানুষকে দেখানো ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। ওই যুবকের নাম মো. বায়েজীদ হাসান তালহা।
রবিবার (২৬ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার পদ মর্যাদা এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সিআইডির একটি সূত্র জানায়, ওই যুবক রাজধানীর শান্তিনগর থেকে সকালে পদ্মা সেতু দেখার উদ্দেশে যান। পরে সেখানে গিয়ে সে পদ্মা সেতু রেলিংয়ের বেশ কয়েকটি স্কু খুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে। এরপর এ বিষয়টি ব্যাপক আলোচনা সমালোচনা হয়। এরপর তাকে ধরা কাজ করে পুলিশের বিভিন্ন ইউনিট।