পড়াশোনা
1 min read

ইনসুলেটর কি? – What is Insulator?

ইনসুলেটর (Insulator) হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। যেমন- রাবার, প্লাস্টিক, কাগজ ইত্যাদি। এসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না।

ইলেকট্রনিক যন্ত্রে ইনসুলেটর বিপুল পরিমাণে ব্যবহৃত হয়। প্রধানত বিদ্যুৎ পরিবাহী তার বা অংশকে আলাদা রাখতে ও এদেরকে ধরে রাখতে অন্তরক ব্যবহৃত হয়। বিদ্যুৎ সঞ্চালন তারকে পোলের সাথে আটকে রাখতে ইনসুলেটরের ব্যবহার অহরহ চোখে পড়ে।

Rate this post