এক ওহম কাকে বলে? DC 220V অপেক্ষা AC 220V বেশি বিপজ্জনক কেন?

admin
1 Min Read

কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 Volt হলে তার মধ্য দিয়ে 1 amp তড়িৎ প্রবাহ চলে তাহলে সেই পরিবাহীর রোধকে 1 ওহম (ohm) বলে।

DC 220V অপেক্ষা AC 220V বেশি বিপজ্জনক কেন?
একই মানের DC ভোল্টেজ অপেক্ষা AC ভোল্টেজ বেশি বিপজ্জনক। যেমন, 220v ডিসি ভোল্টেজের শক মানে হলো, শক খাওয়ার সময়কালে সর্বদা 220v মানের ভোল্টেজের শক খাওয়া। এতে দেহে ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। তবে একই সময়কাল ধরে 220V এসি ভোল্টেজের শক খেলে দেহে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে। কারণ 220V এসি মানে নির্দিষ্ট ক্ষুদ্র সময় অন্তর অন্তর সর্বোচ্চ 220V x √2 = 311V মানের ভোল্টেজ। এসি ভোল্টেজের ক্ষেত্রে R.M.S বা কার্যকর মান 220V হলে শীর্ষমান হবে 311V. এ কারণে DC 220V অপেক্ষা AC 220V বেশি বিপজ্জনক।

Share this Article
Leave a comment
x