পড়াশোনা
1 min read

রোধের উষ্ণতা সহগ কাকে বলে? ব্যাখ্যা কর।

0°C তাপমাত্রায় 1Ω রোধবিশিষ্ট কোনো একটি পরিবাহীর রোধ 1°C বৃদ্ধি করলে এর রোধ যে পরিমাণ বৃদ্ধি পায়, তাকে রোধের উষ্ণতা সহগ বলে। যেমন, কোনো একটি ধাতুর রোধের উষ্ণতা সহগ 0.005 (°C)-1 বলতে বুঝায়, 0°C তাপমাত্রায় ঐ ধাতুর তৈরি 1Ω রোধের একটি খণ্ড নিয়ে এর তাপমাত্রা 1°C বৃদ্ধি করলে খণ্ডটির রোধ 0.005Ω পরিমাণ বৃদ্ধি পাবে।

3/5 - (3 votes)