পড়াশোনা
0 min read

কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে শূন্য– ব্যাখ্যা করো।

পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য হওয়ায় সেখানে বস্তুর ওজন শূন্য হয়। আমরা জানি, কোনো নির্দিষ্ট স্থানে বস্তুর ওজন হলো এর ভর ও ঐ স্থানের অভিকর্ষজ ত্বরণের গুণফল। সুতরাং, কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হলে ঐ স্থানে বস্তুর ভর ও অভিকর্ষজ ত্বরণের গুণফল তথা ওজনও শূন্য হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য। তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজনও শূন্য হয়।

5/5 - (14 votes)