পড়াশোনা
1 min read

সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য কি?

সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য আলোচনা করা হলোঃ

  • সংরক্ষণশীল বলের ক্রিয়ায় কাজের পরিমাণ শূন্য হয়। কিন্তু অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় কাজের পরিমাণ শূন্য হয় না।
  • সংরক্ষণশীল বলের ক্রিয়ার অভিমুখ বস্তু কণার গতির অভিমুখের উপর নির্ভরশীল নয়। কিন্তু অসংরক্ষণশীল বলের ক্রিয়ার অভিমুখ বস্তু কণার গতির অভিমুখের উপর নির্ভরশীল।
  • সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ বস্তু কণার গতিপথের উপর নির্ভরশীল নয়। কিন্তু অসংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ বস্তু কণার গতিপথের উপর নির্ভরশীল।
  • সংরক্ষণশীল বলের ক্রিয়ায় সম্পাদিত কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা সম্ভব। কিন্তু অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় সম্পাদিত কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা সম্ভব নয়।
  • সংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতা সংরক্ষিত হয়। কিন্তু অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতা সংরক্ষিত হয় না।

 

1/5 - (1 vote)