পড়াশোনা
1 min read

তুল্যরোধ এবং তুল্য ধারকত্বের মধ্যে পার্থক্য কি?

তুল্যরোধ এবং তুল্য ধারকত্বের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ

তুল্যরোধ

  • রোধের কোনো সমবায়ের রোধগুলোর পরিবর্তে যে একটি মাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর প্রবাহ ও বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না, তাই ঐ সমবায়ের তুল্যরোধ।
  • শ্রেণি সমবায়ে সজ্জিত সকল রোধের সমষ্টি তুল্যরোধের সমান।
  • সমান্তরাল সমবায়ে সজ্জিত প্রতিটি রোধের বিপরীত রাশির সমষ্টি তুল্য রোধের বিপরীত রাশির সমান।

 

তুল্য ধারকত্ব

  • কতগুলো ধারকের সমায়ের পরিবর্তে যে একটি মাত্র ধারক ব্যবহার করলে সমবায়ের বিভব পার্থক্য ও আধানের পরিবর্তন হয় না, তাই সমবায়ের তুল্য ধারকত্ব।
  • শ্রেণি সমবায়ের তুল্যধারকত্বের বিপরীত রাশি ধারকগুলোর ধারকত্বের বিপরীত রাশির সমষ্টির সমান।
  • সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব ধারকগুলোর ধারকত্বের সমষ্টির সমান।
5/5 - (1 vote)