কোনো স্থানে মুক্তভাবে ঝুলন্ত একটি চুম্বক শলাকা একটি নির্দিষ্ট দিক বরাবর অবস্থান করে। চুম্বকটিকে তার অবস্থান থেকে ঘুরিয়ে ছেড়ে দিলে অল্পক্ষণের মধ্যেই আবার তা পূর্বের অবস্থানে ফিরে আসে। কোনো স্থানে মুক্তভাবে ঝুলন্ত চুম্বকের চৌম্বক অক্ষ বরাবর এবং ভূ-পৃষ্ঠের সাথে লম্ব একটি তল কল্পনা করা হলে চুম্বক শলাকাটি ঐ তল বরাবর উপরে বা নিচে যেকোনো স্থানেই মুক্তভাবে স্থাপন করা হোক না কেন চুম্বটির চৌম্বক-অক্ষ ঐ তলে অবস্থান করবে। এরূপ তলকে চৌম্বক মধ্যতল বলে।
কোন সময়ে প্রাসের বেগ সর্বোচ্চ হয়? ব্যাখ্যা করো।
একটি প্রাসকে যখন নিক্ষেপ করা হয় এবং প্রাসটি যখন ভূমিতে পতিত হয় উভয় ক্ষেত্রে প্রাসটির বেগ সর্বোচ্চ হয়। কোনো প্রাসকে যখন উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন প্রাসটির বেগের উল্লম্ব উপরাংশের মান সময়ের সাথে প্রথমে কমতে থাকে এবং সর্বোচ্চ উচ্চতার পর আবার বাড়তে থাকে। অর্থাৎ, প্রাসটির মোট বেগ প্রথমে কমতে থাকে এবং সর্বোচ্চ উচ্চতার পর বাড়তে থাকে এবং যখন ভূমিতে আঘাত করবে তখন প্রাসটির বেগ আদি নিক্ষেপণ বেগের সমান হয়। তাই প্রাসের ক্ষেত্রে নিক্ষেপণের সময় এবং পতনের সময় বেগ সর্বোচ্চ হয়।