পড়াশোনা
1 min read

একমাত্রিক সংঘর্ষ কাকে বলে? F = ma কে সূত্র বলা হয় কেন? ব্যাখ্যা করো।

একই সরলরেখা বরাবর গতিশীল দুটি বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হয় এবং সংঘর্ষের পর যদি ঐ একই রেখা বরাবর গতিশীল থাকে তবে তাকে একমাত্রিক সংঘর্ষ বলে।

F = ma কে সূত্র বলা হয় কেন?
নিউটনের গতিসূত্রসমূহ একটি তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। ২য় গতিসূত্রের ক্ষেত্রে উক্ত তত্ত্বটিকে সংক্ষিপ্ত আকারে একটি সূত্র হিসেবে প্রকাশ করা যায়। সূত্রটি হলো– বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া কর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। এই সূত্রটির গাণিতিক রূপ হলো, F = ma। অর্থাৎ এক্ষেত্রে সংশ্লিষ্ট তত্ত্ব সংক্ষিপ্ত ও গাণিতিক আকারে প্রকাশ করা যায় বলে F = ma হলো সূত্র।

3/5 - (1 vote)