চৌম্বক ভেদ্যতা কি? ধারকে কীভাবে শক্তি সঞ্চিত হয়?

admin
1 Min Read

কোনো পদার্থের চৌম্বক ভেদ্যতা হচ্ছে ঐ পদার্থের চৌম্বক আবেশ ও চৌম্বক প্রাবল্যের অনুপাত। চৌম্বক আবেশ B এবং চৌম্বক প্রাবল্য H হলে, চৌম্বক ভেদ্যতা হবে

চৌম্বক ভেদ্যতা কি? ধারকে কীভাবে শক্তি সঞ্চিত হয়?

 

ভেদ্যতা একটি সংখ্যা মাত্র এর কোন একক নেই।

ধারকে কীভাবে শক্তি সঞ্চিত হয়?

ধারকে শক্তি সঞ্চয় করতে হলে ধারকে কিছু চার্জ জমা করতে হবে। এ চার্জ ধারকে একবারে দেয়া সম্ভব নয়। একটু একটু করে চার্জ জমা করতে হয়। কারণ এটি কিছু চার্জ লাভ করার পর পরবর্তী চার্জ প্রদানে বাধা দেয়। তাই কোনো ধারককে চার্জিত করতে কিছু কাজ করতে হয় বা কিছু শক্তি ব্যয় হয়। এ ব্যয়িত শক্তি ধারকে তড়িৎ শক্তি হিসেবে জমা থাকে।

Share this Article
Leave a comment
x