সেকেন্ড দোলক কাকে বলে? সরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে– ব্যাখ্যা কর।

admin
1 Min Read

যে দোলকের দোলনকাল 2 sec তাকে সেকেন্ড দোলক বলে। এ দোলক এক সেকেন্ডে একটি অর্ধদোলন সম্পন্ন করে।

অর্থাৎ, সেকেন্ড দোলকের দোলনকাল দুই (২) সেকেন্ড।

সরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে– ব্যাখ্যা কর।

আমরা জানি, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বস্তুটির কিছু সরণ ঘটে তাহলে প্রযুক্ত বল ও বলের অভিমুখে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। বস্তুটির উপর বল প্রয়োগে যদি বলের দিকের সাথে 90° কোণে বস্তুটির সরণ হয় তাহলে বলের দিকে সরণের কোনো উপাংশ থাকে না। ফলে এক্ষেত্রে কোনো কাজ হবে না অর্থাৎ কাজ শূন্য হবে। সুতরাং, সরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে।

Share this Article
Leave a comment
x