রৈখিক গতি কাকে বলে? বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা কর।

admin
1 Min Read

কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয় অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরল রেখার উপর সীমাবদ্ধ হয়, তাহলে তার গতিকে রৈখিক গতি বলে। একটি সোজা সড়কে কোনো গাড়ির গতি রৈখিক গতি।

বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা কর।
বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ হচ্ছে সুষম ত্বরণ। কারণ বৃত্তাকার পথে বস্তুটির বেগ একই হারে বাড়তে থাকে। আবার যখন ত্বরণ কমতে কমতে শূন্য হয় তখন বস্তুটি আর গতিশীল থাকে না। এছাড়া যদি সুষম ত্বরণ না থাকে তাহলে বস্তুটি বৃত্তাকার পথে গতিশীল থাকে না।

Share this Article
Leave a comment
x