পড়াশোনা
0 min read

গড় দ্রুতি কাকে বলে? সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে কি? ব্যাখ্যা কর।

কোন বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে অর্থাৎ অসম দ্রুতিতে চলমান কোন বস্তুর অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়, একে গড় দ্রুতি বলে।

সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে কি? ব্যাখ্যা কর।
সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকতে পারে। কারণ বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সমদ্রুতিতে বক্র পথে চলমান বস্তুর গতির দিকের পরিবর্তনের কারণে বেগের পরিবর্তন ঘটে। এ কারণে সমদ্রুতিতে বক্র পথে চলমান বস্তুর ত্বরণ থাকে। যেমন— সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কণার কেন্দ্রমুখী ত্বরণ থাকে।

5/5 - (1 vote)