পড়াশোনা
1 min read

আবেশিতা কাকে বলে? চল তড়িৎ বলতে কী বোঝায়?

কোনো তার কুণ্ডলীর প্রবাহ মাত্রা এক একক পরিবর্তন হলে যে পরিমাণ তড়িচ্চালক শক্তির আবেশ ঘটে তাকে ঐ কুণ্ডলীর আবেশিতা বা আবেশ গুণাংক বলে। আবেশিতার একক হলো হেনরি (Henry)।

চল তড়িৎ বলতে কী বোঝায়?
দু’টি ভিন্ন বিভবের বস্তুকে যখন পরিবাহক তার দ্বারা যুক্ত করা হয় তখন নিম্ন বিভবের বস্তু থেকে উচ্চ বিভবের বস্তুতে ইলেকট্রন প্রবাহিত হয়। যতক্ষণ পর্যন্ত বস্তুদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য বর্তমান থাকে ততক্ষণ পর্যন্ত এ প্রবাহ চলে। কোনো প্রক্রিয়ায় যদি বস্তুদ্বয়ের মধ্যে বিভবান্তর বজায় রাখা যায় তাহলে এ ইলেকট্রন প্রবাহ নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে। ঋণাত্মক আধান বা ইলেকট্রনের এই নিরবচ্ছিন্ন প্রবাহই চল তড়িৎ।

Rate this post