ওহম মিটার কি? What is an Ohmmeter in Bengali/Bangla?

ওহম মিটার হলো এক ধরনের বৈদ্যুতিক যন্ত্র যার সাহায্যে কোনো রোধকের বা বর্তনীর রোধ পরিমাপ করা হয়। ওহম মিটার এনালগ ও ডিজিটাল দুই ধরনের হতে পারে।

ওহম মিটারের প্রকারভেদ (Types of Ohmmeter)
ওহম মিটার দুই প্রকার। যথা:
১. মাইক্রো ওহমমিটার (Micro-Ohmmeter) এবং
২. মেগা ওহমমিটার (Mega-Ohmmeter)

এটি কিভাবে ব্যবহার করতে হয়?
বর্তনীর কোনো অংশের রোধ পরিমাপ করতে হলে প্রথমে সেই অংশকে পাওয়ার সাপ্লাই থেকে আলাদা করতে হবে। ওহম মিটারের ব্যাটারি আছে কিনা তা দেখতে হবে। ওহম মিটারটি ঠিক আছে কিনা পরীক্ষা করতে হবে। তারপর যে অংশের রোধ পরিমাপ করতে হবে সে অংশের দুই প্রান্তে ওহম মিটারের প্লাগ দুটি লাগাতে হবে। তাহলে ওহম মিটারের ডিসপ্লেতে রোধের মান দেখা যাবে।

ওহম মিটার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

ওহম মিটার সাধারণত কোথায় ব্যবহৃত হয়?

উত্তরঃ ওহমমিটার সাধারণত রেজিস্ট্যান্স পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এছাড়া পরিবাহী তারের কন্টিনিউটি, ওপেন সার্কিট ও শর্ট সার্কিট টেস্টে ওহম মিটার ব্যবহৃত হয়।

 

শেষ কথা:

আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “ওহম মিটার কি? What is an Ohmmeter in Bengali/Bangla?” আর্টিকেলটি পছন্দ হয়ে থাকলে, অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

Similar Posts