তাপ সঞ্চালন কাকে বলে? সমোষ্ণ ও রূদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কি?
তাপ এক প্রকার শক্তি যা গরম বা ঠাণ্ডার অনুভূতি জন্মায়। তাপ উষ্ণতম স্থান হতে শীতলতম স্থানে গমন করে। একে তাপ সঞ্চালন বলে। তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি রয়েছে। পদ্ধতিগুলাে হলো– (১) পরিবহন (Conduction), (২) পরিচলন (Convention) এবং (৩) বিকিরণ (Radiation)।
সমোষ্ণ ও রূদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলোঃ
সমোষ্ণ প্রক্রিয়া
- যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির রেখে কোন গ্যাসকে প্রসারিত বা সংকুচিত করা হয় তাকে সমোষ্ণ প্রক্রিয়া বলে।
- এ প্রক্রিয়ায় তাপমাত্রা ধ্রুব থাকে, কিন্তু তাপ ধ্রুব থাকে না অর্থাৎ dT = 0।
- এই প্রক্রিয়ায় তাপ বর্জন বা শোষণ করা হয়।
- গ্যাসের আধার বা পাত্র সুপরিবাহী হওয়া আবশ্যক।
- এটি একটি ধীর প্রক্রিয়া।
- এই প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক (বয়েলের সূত্র) : PV = ধ্রুবক।
রূদ্ধতাপীয় প্রক্রিয়া
- যে প্রক্রিয়ায় গ্যাসকে প্রসারিত বা সংকুচিত করতে বাইরে থেকে কোন তাপ সরবরাহ করা হয় না বা গ্যাস থেকে কোন তাপ অপসারণ করা হয় না তাকে রূদ্ধতাপীয় প্রক্রিয়া বলে।
- এ প্রক্রিয়ায় তাপমাত্রা ধ্রুব থাকে না কিন্তু তাপের পরিবর্তন হয় না অর্থাৎ dQ = 0।
- এই প্রক্রিয়ায় তাপ বর্জন বা শোষণ করা হয় না।
- গ্যাসের আধার বা পাত্র কুপরিবাহী হওয়া আবশ্যক।
- এটি একটি দ্রুত প্রক্রিয়া।
- এই প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক : PVy = ধ্রুবক।