সমবর্তন তল কী? ন্যূনতম বিচ্যুতি কোণ ব্যাখ্যা কর।
আলোক তরঙ্গের কণাসমূহ যে সমতলে কম্পিত হয় সেই কম্পন তলের সাথে যে তলটি লম্বভাবে অবস্থান করে তাকে সমবর্তন তল বলে।
ন্যূনতম বিচ্যুতি কোণ ব্যাখ্যা কর।
প্রিজমে আপতিত আলোক রশ্মির বিচ্যুতি কোণের মান আপতন কোণের উপর নির্ভর করে। আপতন কোণের মান খুব কম হলে বিচ্যুতি কোণের মান বেশি হয়। আপতন কোণের মান ধীরে ধীরে বাড়াতে থাকলে বিচ্যুতি কোণের মান কমতে থাকে। বিচ্যুতি কোণের মান কমতে কমতে একটি সর্বনিম্ন মানে পৌছার পর এটি আর না কমে আপতন কোণের বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে। বিচ্যুতি কোণের এই মানকে ন্যূনতম বিচ্যুতি কোণ বলে।