শক্তির রূপান্তর কাকে বলে? আলোকশক্তির রূপান্তর ব্যাখ্যা কর।
এ মহাবিশ্বে শক্তি বিভিন্নরূপে বিরাজ করছে। শক্তি একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তি একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হওয়াকে শক্তির রূপান্তর বলে। বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত করা যায়। বিদ্যুৎ শক্তির সাহায্যে পাখা ঘুরানো যায়, কলকারখানা চালানো যায়, এতে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বিদুৎ শক্তিকে শব্দ ও রাসায়নিক শক্তি, চৌম্বক শক্তি ইত্যাদিতেও রূপান্তর সম্ভব। সব ধরনের শক্তিকে অন্য সব ধরনের শক্তিতে রূপান্তর সম্ভব।
আলোকশক্তির রূপান্তর ব্যাখ্যা কর।
ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম প্রভৃতি ধাতুর ওপর আলো পড়লে ইলেকট্রন নির্গত করে বিদ্যুৎ প্রবাহিত হয়। এক্ষেত্রে আলোকশক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয়। হ্যারিকেনের চিমনি তাপে গরম হয়। এক্ষেত্রে আলোকশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। ফটোগ্রাফিক কাগজের ওপর আলোর ক্রিয়ার ফলে আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।