সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে? ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কী বুঝায়?
সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে?
উত্তরঃ নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্প সর্বোচ্চ যে চাপ দিতে পারে বা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ বাষ্প যে চাপ দেয় তাকে সম্পৃক্ত বাষ্প চাপ বলে।
ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কী বুঝায়?
উত্তরঃ ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 60% এর দ্বারা বুঝা যায় যে,
(i) বাতাসের তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের ঢাকার বাতাসকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তার শতকরা 60 ভাগ জলীয় বাষ্প ঢাকার বাতাসে আছে।
(ii) বাতাসের তাপমাত্রায় ঢাকার বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের চাপ একই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের 100 ভাগের 60 ভাগ অর্থাৎ 3/5 অংশ।
(iii) ঢাকার বাতাসের শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বাতাসের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের চাপের 100 ভাগের 60 ভাগ।