পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে? সব ধরনের পদার্থ স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করে কেন?
পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে?
উত্তর : বাইরে থেকে কোনো বস্তুতে যেকোনো মানের বল প্রয়োগ করা হোক না কেন, এতে বস্তুটির কোনোরূপ (আকার, আয়তন বা দৈর্ঘ্য) বিকৃতি না ঘটলে বস্তুটিকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে।
বাস্তবে কোনো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু পাওয়া সম্ভব নয়।
সব ধরনের পদার্থ স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করে কেন?
উত্তর : স্থিতিস্থাপকতা পদার্থের একটি সাধারণ ধর্ম। পদার্থের মধ্যে অণুগুলো আন্তঃআণবিক বল দ্বারা যুক্ত যা আকর্ষণী বা বিকর্ষণী হতে পারে। বাহ্যিক বল প্রয়োগে প্রত্যেক বস্তুতেই এ আন্তঃআণবিক বলের মানের তারতম্য হয়। ফলে আন্তঃআণবিক দূরত্ব কম বেশি হয় অর্থাৎ বিকৃতি ঘটে।
তাই বিভিন্ন পদার্থের স্থিতিস্থাপকতা বিভিন্ন হলেও সব ধরনের পদার্থ স্থিতিস্থাপকতা ধর্ম প্রদর্শন করে।