হাইড্রোলিক প্রেস কোন নীতির উপর ভিত্তি করে তৈরি? হাইড্রলিক প্রেসের ব্যবহার।
প্যাসকেলের সূত্রের বল বৃদ্ধিকরণ নীতির উপর ভিত্তি করেই হাইড্রোলিক প্রেস তৈরি। আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোন বল প্রয়োগ করলে এর বৃহত্তম অংশের পিস্টনগুলোতে সেই বলের বহুগুণ বল প্রযুক্ত হতে পারে। এ নীতিকে বল বৃদ্ধিকরণ নীতি বলে।
হাইড্রলিক প্রেসের ব্যবহার
হাইড্রলিক প্রেসের ব্যবহার নিচে তুলে ধরা হলো :
১. ইঞ্জিনের ভারি অংশ উঠানামা করানোর কাজে।
২. কাপড়, তুলা, পাটের গাঁট, কাগজের গাঁট প্রভৃতিকে চাপ দিয়ে ছোট করার কাজে।
৩. বীজ থেকে তেল নিষ্কাশন করার কাজে।
৪. চর্ম শিল্পে চামড়াকে প্রক্রিয়াকরণ করার কাজে।