সমোষ্ণ পরিবর্তন কাকে বলে? সমোষ্ণ পরিবর্তনের শর্ত ও বৈশিষ্ট্য।

যে পরিবর্তনে কোনো গ্যাসের চাপের ও আয়তনের পরিবর্তন হয়, কিন্তু তাপমাত্রা স্থির থাকে সেই পরিবর্তনকে সমোষ্ণ পরিবর্তন (Isothermal change) বলে।

সমোষ্ণ পরিবর্তনের শর্তসমূহ (Conditions for isothermal change)

(১) গ্যাসকে একটি সুপরিবাহী পাত্রে রাখতে হবে।

(২) পাত্রের চতুষ্পার্শ্বস্থ মাধ্যমের তাপগ্রাহীতা বা তাপধারণ ক্ষমতা উচ্চ হতে হবে।

(৩) চাপের পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত করতে হবে।

(৪) প্রয়োজনীয় তাপ গ্রহণ বা বর্জনের দ্বারা তাপমাত্রা স্থির থাকবে।

সমোষ্ণ পরিবর্তনের বৈশিষ্ট্য

(১) তাপমাত্রা স্থির রেখে কোনো গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তনকে সমোষ্ণ পরিবর্তন বলে।

(২) এই পরিবর্তনে প্রয়োজনমতো তাপ সরবরাহ অথবা গ্রহণ করতে হয়।

(৩) এটি একটি ধীর প্রক্রিয়া।

(৪) এই পরিবর্তনে পাত্রটি তাপের সুপরিবাহী হওয়া প্রয়োজন।

(৫) এই পরিবর্তনে পাত্রের চতুষ্পার্শ্বস্থ মাধ্যমের তাপগ্রাহীতা উচ্চ হতে হয়।

(৬) সমোষ্ণ পরিবর্তন বয়েল-এর সূত্র মেনে চলে অর্থাৎ PV = ধ্রুবক।

(৭) সমোষ্ণ লেখ অপেক্ষাকৃত কম খাড়া।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *