গ্যালিলীয় রূপান্তর ও লরেঞ্জ রূপান্তর কাকে বলে?
গ্যালিলীয় রূপান্তর কাকে বলে?
উত্তর : কোনো বিন্দুর অবস্থান দুটি ভিন্ন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ভিন্ন হবে। অনেক সময় আমাদেরকে এক প্রসঙ্গ কাঠামোর পরিমাপের সাথে অন্য প্রসঙ্গ কাঠামোর পরিমাপের সম্পর্ক নির্ণয় করতে হয়। একে রূপান্তর বিধি বলে। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে গ্যালিলিও পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল দুটি প্রসঙ্গ কাঠামোর পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করেন, একে গ্যালিলীয় রূপান্তর (Galilean Transformation) বলে।
লরেঞ্জ রূপান্তর কাকে বলে?
উত্তর : সময় সার্বভৌম (absolute) নয় গণ্য করে এবং আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মৌলিক স্বীকার্যদ্বয় মেনে চলে, পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল দুটি প্রসঙ্গ কাঠামোর স্থানাংক ও সময়ের মধ্যে সম্পর্ক স্থাপনকারী যেসব সমীকরণ পাওয়া যায় তাদেরকে লরেঞ্জ রূপান্তর (Lorentz Transformation) বলে।