স্থায়ী ও অস্থায়ী খরতার পার্থক্য কি?
স্থায়ী ও অস্থায়ী খরতার পার্থক্য নিচে দেওয়া হলো–
অস্থায়ী খরতা
- ধাতুর বাইকার্বনেট লবণের জন্য হয়ে থাকে।
- অস্থায়ী খরতা দ্রুত অপসারিত করা যায়।
- তাপ দিলে অস্থায়ী খরতা দূর হয়।
স্থায়ী খরতা
- ধাতুর ক্লোরাইড বা সালফেট লবণের জন্য হয়ে থাকে।
- স্থায়ী খরতা দূর করা বেশ কঠিন।
- তাপ দিলে স্থায়ী খরতা দূর হয় না।