পড়াশোনা

আধুনিক পর্যায় সূত্র কি?

1 min read

পারমাণবিক সংখ্যা অর্থাৎ নিরপেক্ষ মৌলের ইলেকট্রন সংখ্যা আরও সঠিক করে বলতে গেলে সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যার উপর ভিত্তি করে আধুনিক পর্যায় সারণিতে মৌলসমূহের শ্রেণী বিন্যাস করা হয়েছে।

তাই হলো আধুনিক পর্যায়সূত্র। সূত্রটি নিম্নরূপঃ-
“মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম এদের পারমাণবিক সংখ্যার সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়”
আধুনিক পর্যায় সূত্রের সাহায্যে বর্তমানে জানা 111টি মৌলকে পারমাণবিক সংখ্যার ক্রম বৃদ্ধির আলোকে সাজিয়ে আধুনিক পর্যায় সারণি প্রস্তুত করা হয়েছে।

আধুনিক দীর্ঘ পর্যায় সারণির (Long-form of periodic table or Modern periodic table)

আধুনিক পর্যায় সূত্রের সঙ্গে সংগতি রেখে মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ওপর ভিত্তি করে বিজ্ঞানী নীলস্ বোর রচিত এই পর্যায় সারণি বোরের পর্যায় সারণি নামেও পরিচিত। এই পর্যায় সারণিতে মেন্ডেলিফের পর্যায় সারণির মতো 7 টি পর্যায় থাকে। পর্যায়ের শুরুতে ক্ষার ধাতু এবং শেষে নিষ্ক্রিয় মৌল থাকে। (ব্যতিক্রম পর্যায়ের শুরুতে হাইড্রোজেন আছে)। পর্যায় বরাবর মৌলগুলির অবস্থান আগের পর্যায় সারণির মতোই রাখা হয়েছে। দীর্ঘ পর্যায় সারণির বামদিক থেকে পরপর 1 থেকে 18 সংখ্যা দ্বারা শ্রেণিগুলিকে চিহ্নিত করা হয়েছে বিজ্ঞানী নীলস্ বোর মৌলগুলিকে তাদের সর্ববহিস্থ কক্ষের ও তার আগের কক্ষের ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করে চার ভাগে ভাগ করেন।

(a) 1 , 2 , 13 , 14 , 15 , 16 এবং 17 নং শ্রেণির মৌলগুলি আদর্শ মৌল। এই শ্রেণিগুলিকে স্বাভাবিক বা প্রতিনিধি মৌল (Representative element group ) বলে।

(b) 3 থেকে 12 নং শ্রেণিকে সন্ধিগত মৌল শ্রেণি (Transition element group) বলা।

(c) 18 নং শ্রেণির মৌলগুলিকে নিষ্ক্রিয় গ্যাস মৌল (Inert gas elements) বলে।

(d) ল্যান্থানাইড ও অ্যাকটিনাইড মৌলগুলিকে মূল টেবিলের নীচে পৃথক স্থানে রাখা হয়েছে, এদের অভ্যন্তরীণ সন্ধিগত মৌল (Inner transition elements) বলে।

আধুনিক পর্যায় সারণি সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

1) কেন পর্যায় সূত্র গুরুত্বপূর্ণ?

পর্যায় সূত্র রসায়নের অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা হিসাবে স্বীকৃত। রাসায়নিক উপাদান, তাদের বৈশিষ্ট্য এবং তাদের রাসায়নিক বিক্রিয়া নিয়ে কাজ করার সময়, প্রতিটি রসায়নবিদ পর্যায় সূত্র ব্যবহার করেন। আধুনিক পর্যায় সারণি র বিকাশ পর্যায় সূত্র দ্বারা পরিচালিত হয়েছিল।

2) পারমাণবিক ভর কি পর্যায়বৃত্ত ধর্ম?

সাধারণত, পারমাণবিক ভর বাম থেকে ডানে হ্রাস পায় এবং সর্বদা উপরে থেকে নীচে বৃদ্ধি পায়। পর্যায় সারণীতে উপাদানগুলিকে সংগঠিত করার ভিত্তি হিসাবে পারমাণবিক সংখ্যা কে বিবেচনা করা হয়েছে, পারমাণবিক সংখ্যা সর্বদা বাম থেকে ডানে এবং উপরে থেকে নীচে বৃদ্ধি পাবে।

Covered Topics:- আধুনিক পর্যায় সারণি, আধুনিক পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সারণীর সূত্র, আধুনিক দীর্ঘ পর্যায় সারণি, আধুনিক পর্যায় সারণির জনক কে।

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “আধুনিক পর্যায় সূত্র কি?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।

5/5 - (37 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

x