প্যারাসিটামল কাকে বলে? প্যারাসিটামলের প্রস্তুতি ও ব্যবহার What is Paracetamol?
4-হাইড্রক্সিঅ্যাসিট্যানিলাইড বা N-(4-হাইড্রক্সিফিনাইল) ইথান্যামাইডকে প্যারাসিটামল বলে। এটি অ্যাসিট্যামিনোফেনল বা N-অ্যাসিটাইল-p-অ্যামিনোফেনল নামেও পরিচিত।
প্যারাসিটামল প্রস্তুতি
প্যারাসিটামল উৎপাদনের জন্য প্রথমে ফেনলকে NaNO3 ও H₂SO₄ এর মিশ্রণ দ্বারা নাইট্রেশন করা হয়। ফলে যে 2-নাইট্রোফেনল এবং 4-নাইট্রোফেনল মিশ্রণ পাওয়া যায় তা থেকে 4-নাইট্রোফেনলকে আলাদা করে সংগ্রহ করা হয়। এরপর একে সােডিয়াম বােরােহাইড্রাইড দ্বারা বিজারিত করলে 4-অ্যামিনােফেনল উৎপন্ন হয়। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দ্বারা 4-অ্যামিনােফেনলকে অ্যাসিটাইলেশন করলে 4-হাইড্রোক্সিঅ্যাসিটানিলাইড তথা প্যারাসিটামল উৎপন্ন হয়।
প্যারাসিটামলের ব্যবহার
প্যারাসিটামল বিশ্বব্যাপী ব্যাথা নিবারক (অ্যানালজেসিক) ও জ্বর উপশমকারী (অ্যান্টিপাইরেটিক) হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি মাথা ব্যাথা এবং সর্দি-ফ্লু উপশমেও কাজ করে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া প্যারাসিটামল ব্যবহার করা উচিত নয়। এর অপব্যবহারে কিডনির ক্ষতিসহ দেহে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিতে পারে।