ফ্লাই অ্যাশ কি? ইউট্রিফিকেশন বা সুপুষ্টিকরণ বলতে কী বোঝ?

ফ্লাই অ্যাশ হলো অত্যন্ত সূক্ষ্ম কণার ছাই, যা গুঁড়া কয়লার দহন থেকে সৃষ্ট হয়।

ইউট্রিফিকেশন বা সুপুষ্টিকরণ বলতে কী বোঝ?
মাত্রাতিরিক্ত নাইট্রোজেন যুক্ত সার (যেমন- ইউরিয়া, টিএসপি, অ্যামোনিয়াম সালফেট প্রভৃতি ব্যবহারের ফলে) পানিতে মিশে ধুয়ে-মুছে খাল-বিল, নদী-নালায় এসে পড়ে। নাইট্রোজেন সার জলাধারে অধিক পুষ্টি যোগান দেওয়ার ফলে জলজ শেওলা ও আগাছা অত্যধিক পরিমাণে বৃদ্ধি পায় ও পরবর্তী সময়ে মৃত্য ঘটে, ব্যাকটেরিয়া এসব মৃত আগাছা ও শৈবালের পচন ঘটাতে অধিক পরিমাণে পানির দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। ফলে পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং অক্সিজেনের অভাবে মাছ মরে যায়। জলজ পরিবেশের এ ধরনের দূষণকে ইউট্রিফিকেশন বা সুপুষ্টিকরণ বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *