পড়াশোনা

ফ্লাই অ্যাশ কি? ইউট্রিফিকেশন বা সুপুষ্টিকরণ বলতে কী বোঝ?

1 min read

ফ্লাই অ্যাশ হলো অত্যন্ত সূক্ষ্ম কণার ছাই, যা গুঁড়া কয়লার দহন থেকে সৃষ্ট হয়।

ইউট্রিফিকেশন বা সুপুষ্টিকরণ বলতে কী বোঝ?
মাত্রাতিরিক্ত নাইট্রোজেন যুক্ত সার (যেমন- ইউরিয়া, টিএসপি, অ্যামোনিয়াম সালফেট প্রভৃতি ব্যবহারের ফলে) পানিতে মিশে ধুয়ে-মুছে খাল-বিল, নদী-নালায় এসে পড়ে। নাইট্রোজেন সার জলাধারে অধিক পুষ্টি যোগান দেওয়ার ফলে জলজ শেওলা ও আগাছা অত্যধিক পরিমাণে বৃদ্ধি পায় ও পরবর্তী সময়ে মৃত্য ঘটে, ব্যাকটেরিয়া এসব মৃত আগাছা ও শৈবালের পচন ঘটাতে অধিক পরিমাণে পানির দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। ফলে পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং অক্সিজেনের অভাবে মাছ মরে যায়। জলজ পরিবেশের এ ধরনের দূষণকে ইউট্রিফিকেশন বা সুপুষ্টিকরণ বলে।

1.8/5 - (5 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x