পড়াশোনা

রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে? রাসায়নিক সাম্যাবস্থার প্রকারভেদ ও বৈশিষ্ট্য।

1 min read
রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে? (What is called Chemical equilibrium in Bengali/Bangla?)
একটি নির্দিষ্ট বিক্রিয়াকালীন শর্তে কোনো উভমুখী রাসায়নিক বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়ার গতিবেগ যখন বিপরীত বিক্রিয়ার গতিবেগের সমান হয় এবং বিক্রিয়া সিস্টেমে উপস্থিত বিভিন্ন উপাদানের গাঢ়ত্ব সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে, তখন সেই বিশেষ অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা (Chemical equilibrium) বলে।
রাসায়নিক সাম্যাবস্থার প্রকারভেদ (Types of Chemical equilibrium)
রাসায়নিক সাম্যাবস্থা সাধারণত দুই ধরনের – ১. সমসত্ত্ব সাম্যাবস্থা ও ২. অসমসত্ত্ব সাম্যাবস্থা।
১. সমসত্ত্ব সাম্যাবস্থা : যে সাম্যাবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ার সবগুলো বিক্রিয়ক এবং উৎপাদ একই ভৌত অবস্থায় থাকে তাকে সমসত্ত্ব সাম্যাবস্থা বলা হয়। সমসত্ত্ব সাম্যাবস্থায় কেবলমাত্র একটি দশা (Phase) থাকে। সাধারণত গ্যাসীয় অবস্থায় সকল বিক্রিয়ক ও উৎপাদসমূহ থাকে কিন্তু অনেক সময় তরল অবস্থাতেও থাকে।
২. অসমসত্ত্ব সাম্যাবস্থা : যে সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ অণুসমূহ ভিন্ন ভিন্ন ভৌত অবস্থায় থাকে তাকে অসমসত্ত্ব সাম্যাবস্থা বলা হয়। অসমসত্ত্ব সাম্যাবস্থায় একাধিক দশা (Phase) থাকে।
রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য (Characteristics of Chemical equilibrium)
রাসায়নিক সাম্যাবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্য নিম্নরূপ :
  • সাম্যাবস্থার স্থায়িত্ব (Stability of equilibrium) : যে সকল শর্তাধীনে কোনো একটি বিক্রিয়া একবার সাম্যাবস্থায় উপনীত হয়। ঐ সকল শর্ত অপরিবর্তিত থাকলে বিক্রিয়াটি চিরকালই সাম্যাবস্থায় থাকবে।
  • উভয় দিক থেকে সাম্যাবস্থা প্রতিষ্ঠা (Approachability from both sides) : চাপ, তাপমাত্রা, ঘনমাত্রা, সংযুক্তি ইত্যাদি অপরিবর্তিত থাকলে উভয় দিক থেকেই সাম্যাবস্থা প্রতিষ্ঠা করা যায়।
  • বিক্রিয়ার অসম্পূর্ণতা (Incompleteness of reaction) : যে সকল শর্তাধীনে কোনো একটি বিক্রিয়া একবার সাম্যাবস্থায় উপনীত হয়, ঐ সকল শর্ত অপরিবর্তিত থাকলে বিক্রিয়াটি কখনও শেষ হয় না অর্থাৎ যে কোনো সময় বিক্রিয়া মিশ্রণকে বিশ্লেষণ করলে কিছু না কিছু বিক্রিয়ক থেকেই যায়।
  • প্রভাবকের ভূমিকাহীনতা (Inertness of the Catalyst) : সাম্য বিক্রিয়ায়, সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো ভূমিকা নেই। প্রভাবক বিক্রিয়ার সাম্যাবস্থা অর্জনকে দ্রুত বা মন্থর করে।
  • আবদ্ধ পরিমণ্ডল (Closed System) : সাম্যাবস্থা কেবল আবদ্ধ পরিমণ্ডলে ঘটে।
অনুশীলনী
১। রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে?
২। রাসায়নিক সাম্যাবস্থা কত প্রকার ও কি কি?
৩। সমসত্ত্ব সাম্যাবস্থা কাকে বলে?
৪। অসমসত্ত্ব সাম্যাবস্থা কাকে বলে?
৫। রাসায়নিক সাম্যাবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্য কি কি?
Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x