ফ্লাস্ক কি? ক্ষার একটি বিশেষ ধরনের ক্ষারক কেন? What is Flask?

ফ্লাস্ক অনেকটা বোতলের মতো। পরীক্ষাগারে বিভিন্ন প্রকার তরল রাসায়নিক দ্রব্য রাখার জন্য ফ্লাস্ক ব্যবহৃত হয়। যে ফ্লাস্ক নিচে প্রশস্ত এবং ক্রমশ উপরে সরু, তাকে কনিক্যাল ফ্লাস্ক বলা হয়। ফ্লাস্কের তলা চ্যাপ্টা হলে তাকে চ্যাপ্টাতলি ফ্লাস্ক বলে। আর ফ্লাস্কের তলা গোলাকার হলে তাকে গোলতলি ফ্লাস্ক বলা হয়। ফ্লাস্কের সরু অংশে একটি পার্শ্ব-নল থাকলে তাকে পাতন ফ্লাস্ক বলা হয়। তরল পদার্থের পাতন কার্যে এ ফ্লাস্ক ব্যবহৃত হয়। ফ্লাস্কের গায়ে সাধারণত ধারণ ক্ষমতা লেখা থাকে।

ক্ষার একটি বিশেষ ধরনের ক্ষারক কেন?

ক্ষারক হলো ঐ সকল পদার্থ যা এসিডকে প্রশমিত করে এসিডের বৈশিষ্ট্যসূচক ধর্ম বিলুপ্ত করে। সাধারণত ধাতুর অক্সাইড ও হাইড্রক্সাইডসমূহ ক্ষারক। কোনো ক্ষারক এসিডকে প্রশমিত করলে লবণ ও পানি উৎপন্ন হয়।

এসিড + ক্ষারক → লবণ + পানি

আর ক্ষার হল ঐ সমস্ত ক্ষারক যারা পানিতে দ্রবীভূত হয়। যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না তা ক্ষার নয়। সুতরাং, ক্ষার একটি বিশেষ ধরনের ক্ষারক।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *