Modal Ad Example
পড়াশোনা

পরিবর্তনশীল যোজনী কাকে বলে? নিয়ন (Ne) একটি নিষ্ক্রিয় গ্যাস কেন?

1 min read

কোনো কোনো মৌলের যোজনী অবস্থানভেদে বিভিন্ন হয়। যে মৌলের একাধিক যোজনী আছে, তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। আয়রণের দুই ধরনের যৌগ আছে। এক ধরনের যৌগে আয়রণের যোজনী 2, এ যৌগসমূহকে ফেরাস যৌগ বলা হয়। অন্য ধরনের যৌগে আয়রণের যোজনী 3, এ যৌগসমূহকে ফেরিক যৌগ বলা হয়। যেমন: FeCl2 = ফেরাস ক্লোরাইড (আয়রণের যোজনী 2), FeCl3 = ফেরিক ক্লোরাইড (আয়রণের যোজনী 3)।

নিয়ন (Ne) একটি নিষ্ক্রিয় গ্যাস কেন?

একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে বা শক্তিস্তরে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, ঠিক সেই কয়টি ইলেকট্রন যদি ঐ শক্তিস্তরে থাকে তাহলে সেই কক্ষপথ পূর্ণ থাকে। এরকম পরমাণুগুলো বেশ নিষ্ক্রিয় হয়। নিয়ন পরমাণুতে দশটি ইলেকট্রন আছে। প্রথম কক্ষপথে সর্বোচ্চ ২টি ও দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ৮টি ইলেকট্রন থাকতে পারে। ফলে নিয়ন পরমাণুটির কক্ষপথ পূর্ণ থাকে। তাই নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x