বিশুদ্ধ জ্বালানি কাকে বলে? ফটোক্যামিক্যাল ধোঁয়া বলতে কি বুঝ?

যে জ্বালানি পোড়ানোর ফলে স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকারক পদার্থ তৈরি হয় না, তাকে বিশুদ্ধ জ্বালানি বলে। যেমন : কাঠ পোড়ালে CO
2, H
2O
ও তাপ উৎপন্ন হয় এবং উৎপন্ন CO
2 কে উদ্ভিদ সালোকসংশ্লেষণ বিক্রিয়ার জন্য শোষণ করে।

ফটোক্যামিক্যাল ধোঁয়া বলতে কি বুঝ?

যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় কার্বন-মনো-ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড ও অব্যবহৃত গ্যাসীয় জ্বালানি (মিথেন) বায়ুতে মিশে সূর্যের আলোর উপস্থিতিতে নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে বিষাক্ত গ্যাসের ধোঁয়ার সৃষ্টি করে তাকে ফটোক্যামিক্যাল ধোঁয়া বলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *