পড়াশোনা

আয়নীকরণ বিভব কাকে বলে? Mgcl2 ও Cacl2 এর মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি এবং কেন?

1 min read

গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে এক মোল ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে সেই মৌলের আয়নীকরণ বিভব বলে।

Mgcl2 ও Cacl2 এর মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি এবং কেন?

Mgcl2 ও Cacl2 উভয়ই আয়নিক যৌগ। আবার Mg ও Ca উভয়েই একই গ্রুপের ৩য় ও ৪র্থ পর্যায়ের মৌল। Mg2+ এর তুলনায় Ca2+ ক্যাটায়ন আকারে বড়, ফলে cl- অ্যানায়নের ইলেকট্রন মেঘের পোলারায়ন Ca2+ অপেক্ষা Mg2+ আয়ন কর্তৃক বেশি হয়। কারণ ফাজানের মতবাদ অনুসারে ক্যাটায়নের আকার হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যানায়নের ইলেকট্রন মেঘের পোলারায়ন বৃদ্ধি পায় এবং সংশ্লিষ্ট যৌগে সমযোজী চরিত্র বৃদ্ধি পায়। ফলে গমপষ২ যৌগে সমযোজী বৈশিষ্ট্য দেখা যায়। তাই আয়নিক Cacl2 অপেক্ষা সমযোজী Mgcl2 এর গলনাঙ্ক কম।

1.5/5 - (2 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x