পেটা লােহা বা রট আয়রন কাকে বলে? পেটা লােহার গুণাগুণ বর্ণনা কর।

ধাতুবিদ্যা মতে স্বাভাবিক তাপমাত্রায় লৌহজ যে ধাতুতে কার্বনের পরিমাণ সর্বোচ্চ 0.008% এবং বাণিজ্যিকভাবে কার্বনের পরিমাণ সর্বোচ্চ 0.02%, অতি অল্প পরিমাণ সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস, 1-3% মিহি বিস্তৃত ধাতু মল ও অবশিষ্টাংশ লােহা থাকে, তাকে পেটা লােহা বা রট আয়রন (Wrought Iron) বলে।
পেটা লােহার গুণাগুণ
পেটা লােহার গুণাগুণ নিচে দেয়া হল-
  • এটি খুবই নরম এবং এর পাততা, তাণ্ডবতা ও ঘাতসহতা গুণ যথেষ্ট।
  • এটাকে সহজেই বাঁকা করা যায়, কোন চিড় বা ফাটল ধরে না।
  • এটাকে সহজে মেশিনিং, ওয়েল্ডিং ও ফোর্জিং করা যায়।
  • এর সর্বোচ্চ টানা শক্তি 2500-5000kg/mc2।
  • এর সর্বোচ্চ চাপা শক্তি 3000 kg/mc2।
  • এটি লােহার বিশুদ্ধতম রূপ। এতে প্রায় 99% লােহা থাকে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *