পেটা লােহা বা রট আয়রন কাকে বলে? পেটা লােহার গুণাগুণ বর্ণনা কর।
পেটা লােহার গুণাগুণ নিচে দেয়া হল-
- এটি খুবই নরম এবং এর পাততা, তাণ্ডবতা ও ঘাতসহতা গুণ যথেষ্ট।
- এটাকে সহজেই বাঁকা করা যায়, কোন চিড় বা ফাটল ধরে না।
- এটাকে সহজে মেশিনিং, ওয়েল্ডিং ও ফোর্জিং করা যায়।
- এর সর্বোচ্চ টানা শক্তি 2500-5000kg/mc2।
- এর সর্বোচ্চ চাপা শক্তি 3000 kg/mc2।
- এটি লােহার বিশুদ্ধতম রূপ। এতে প্রায় 99% লােহা থাকে।