চামড়া ট্যানিং কাকে বলে? চামড়ার ট্যানিং-এ লবণ যুক্ত করা হয় কেন?

ব্যবহারোপযোগী চামড়া তৈরির জন্য পশুর কাঁচা চামড়াকে প্রক্রিয়াকরণ করাকে চামড়া ট্যানিং বলে। এর ফলে চামড়া টেকসই ও পচনরোধী হয়।

চামড়ার ট্যানিং-এ লবণ যুক্ত করা হয় কেন?

কাঁচা চমড়ায় সম্পৃক্ত লবণ পানি দিয়ে সংরক্ষণ করাকে কিউরিং বলে। চামড়ার প্রোটিন জাতীয় পদার্থ, যেমন– কোলোজেন যাতে ব্যাকটেরিয়া দ্বারা পচে না যায় তার জন্য সোডিয়াম ক্লোরাইড যোগ করা হয়। এছাড়াও লবণ জীবাণু রোধক।

এজন্য চামড়াকে খনিজ ট্যানিং করার আগে লবণ ও 1.5% H2SO4 এর মিশ্রিত জলীয় দ্রবণে ডুবানো হয়। তখন কোলোজেনের pH কমে যায়। এর ফলে খনিজ ট্যানিং এর এজেন্টসমূহ সহজে চামড়ার ভেতর প্রবেশ করতে পারে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *