হুন্ডের নীতি কি? কোয়াগুলেশন বলতে কী বুঝ?

হুন্ডের নীতিটি হচ্ছে- “সমশক্তিসম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রনের প্রবেশের সময় যতক্ষণ পর্যন্ত অরবিটাল খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলো অযুগ্মভাবে অরবিটালে প্রবেশ করবে এবং এ যুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একমুখী হবে”

কোয়াগুলেশন বলতে কী বুঝ?

দূষিত পানি শোধনের জন্য বর্তমানে যে সব রাসায়নিক কৌশল ব্যবহার করা হয় তাদের মধ্যে কোয়াগুলেশন অন্যতম একটি আধুনিক পদ্ধতি। কোয়াগুলেশন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে কোনো দ্রবণে উপস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে উপযুক্ত রাসায়নিক পদার্থ যোগ করে অপেক্ষাকৃত বড় কণায় কোয়াগুলামে রূপান্তরিত করে দ্রবণ থেকে আলাদা করা হয়। শিল্পোৎপাদনে দ্রবণ থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ অধঃক্ষেপ করার জন্যে কোয়াগুলেশন পদ্ধতি ব্যবহার করা হয়। কোয়াগুলাম তৈরির পূর্ব পর্যন্ত ক্ষুদ্র কণিকাগুলোকে সল বলে। বর্তমানে দূষিত পানি থেকে দূষক পদার্থ কোয়াগুলেশন প্রক্রিয়ার মাধ্যমে সফলভাবে আলাদা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *