ব্লিচিং পাউডার কি? সাবান ও ডিটারজেন্টর মধ্যে পার্থক্য কি? What is Bleaching powder?
ব্লিচিং পাউডার কি? (What is Bleaching powder in Bengali/Bangla?)
ব্লিচিং পাউডার হল একটি উত্তম দাগ পরিষ্কারক ও জীবাণুনাশক। ব্লিচিং পাউডারের সংকেত Ca(OCl)Cl (ক্যালসিয়াম হাইপো ক্লোরাইড)। ব্লিচিং পাউডার বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড এবং পানির সাথে বিক্রিয়ায় হাইপোক্লোরাস এসিড উৎপন্ন হয়। হাইপোক্লোরাস এসিড তাৎক্ষণিক বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন উৎপন্ন করে। এই জায়মান অক্সিজেনের জারণ ক্রিয়ায় কাপড়ের দাগ দূর হয়। জায়মান অক্সিজেন ও HCl এর বিক্রিয়ায় পানি ও সক্রিয় ক্লোরিন উৎপন্ন হয়। উৎপন্ন ক্লোরিনের জারণ ক্রিয়ায় দাগ দূর হয়।
2Ca(OCl)Cl + H2O + CO2 → CaCO3 + CaCl2 + 2HClO
2HClO → HCl + [O]
2HCl + [O] → H2O + 2 [O]
সাবান ও ডিটারজেন্টর মধ্যে পার্থক্য কি? (What is difference between soap and detergent?)
সাবান ও ডিটারজেন্ট উভয়ে ময়লা পরিষ্কারক হিসাবে ব্যবহৃত হলেও এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে–
১. সাবান হল দীর্ঘ কার্বন বিশিষ্ট ফ্যাটি এসিডের সোডিয়াম/পটাশিয়াম লবণ। অপরদিকে, ডিটারজেন্ট হলো দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট সালফোনিক এসিডের সোডিয়াম লবণ।
২. সাবান খর পানিতে ভালো কাজ করতে পারে না। কিন্তু ডিটারজেন্ট খর পানি ও মৃদু পানিতে সমান কাজ করতে পারে।
৩. সাবানের পরিষ্কারক ক্ষমতা ডিটারজেন্ট এর থেকে কম। অন্যদিকে, ডিটারজেন্টের পরিষ্কারক ক্ষমতা সাবানের চেয়ে বেশি।
৪. সাবান অ্যালিফেটিক হাইড্রোকার্বনের দীর্ঘ শিকল। কিন্তু ডিটারজেন্ট অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় হতে পারে।
৫. সাবান এর কার্যকরী মূলক ( R -COONa/K) এবং ডিটারজেন্টের কার্যকরী মূলক (R -OSO₃Na)।