ধাতুর সক্রিয়তা সিরিজ কাকে বলে? ধাতুর সক্রিয়তা সিরিজ এর বৈশিষ্ট্য কি কি?
অধিক সক্রিয় ধাতুকে উপরে এবং তা অপেক্ষা কম সক্রিয় ধাতুকে নিচে বসিয়ে যে সিরিজ পাওয়া যায় তাকে ধাতুর সক্রিয়তা সিরিজ (Reactivity Series) বলে।
ধাতুর সক্রিয়তা সিরিজের বৈশিষ্ট্য কি কি?
ধাতুর সক্রিয়তা সিরিজের বৈশিষ্ট্য হলো–
১। ধাতুর সক্রিয়তার সিরিজ থেকে ধাতুর একটি ক্রম জানা যায়।
২। এ সিরিজ থেকে জানা যায় কোন ধাতু কোন ধাতুর আয়নকে তার দ্রবণ হতে বা যৌগ হতে প্রতিস্থাপন করবে।
৩। সিরিজের উপরে অবস্থানকারী ধাতু তীব্র বিজারক এবং এদের আয়ন খুবই সুস্থিত। সিরিজের নিচে অবস্থানকারী মৌলসমূহ দুর্বল বিজারক।
৪। শুধুমাত্র H – এর উপর অবস্থানকারী মৌলসমূহের যেকোনােটির দ্বারা এসিডের H পরমাণু প্রতিস্থাপিত হতে পারবে।