প্রাকৃতিক বিজ্ঞান কি? রাসায়নিক বস্তুর অতিরিক্ত ব্যবহারের কুফল কী?
প্রাকৃতিক বিজ্ঞান হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে পর্যবেক্ষণ অথবা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কোনো প্রাকৃতিক বিষয়ের অনুসন্ধান করা হয়।
প্রাকৃতিক বিজ্ঞানের শাখাগুলো হলোঃ
- পদার্থবিজ্ঞান (Physics)
- রসায়ন (Chemistry)
- উদ্ভিদবিদ্যা (Botany)
- প্রাণিবিদ্যা (Zoology)
- অণুজীববিজ্ঞান (Microbiology)
- জ্যোতির্বিজ্ঞান (Astronomy)
- মৃত্তিকাবিজ্ঞান (Soil Science) ইত্যাদি।
রাসায়নিক বস্তুর অতিরিক্ত ব্যবহারের কুফল কী?
রাসায়নিক বস্তুর অতিরিক্ত ব্যবহার জীবজগত এবং পরিবেশের বিভিন্ন অংশের বিরূপ প্রভাব দেখা দেয়। উদাহরণস্বরূপ রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারে গাছের ক্ষতি হয় বা গাছ মরে যায়। মাত্রাতিরিক্ত ওষুধ সেবনে মানুষের মৃত্যুও হতে পারে। অতিরিক্ত সার, কীটনাশক, সাবান, ডিটারজেন্ট, শ্যাম্পু প্রভৃতি মাটিকে এবং নদী-নালা ও খাল বিলের পানিকে দূষিত করছে। অতিরিক্ত মাত্রায় জীবাশ্ম জ্বালানির দহনে পরিবেশ দূষিত করছে। অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে ভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি পায়।