অক্সিজেনের অবস্থান, ধর্ম, উৎপাদন এবং ব্যবহার বর্ণনা করো।
অক্সিজেনের অবস্থান
প্রকৃতিতে শুষ্ক বাতাসের প্রায় আয়তনিকভাবে 21 % হল অক্সিজেন। প্রাণীর শ্বাস-প্রশ্বাসের জন্য বায়ুর অত্যাবশ্যকীয় উপাদান হল অক্সিজেন। পানিতে অক্সিজেন বেশ দ্রবণীয়। তাই জলজ প্রাণী উক্ত দ্রবীভূত অক্সিজেন শ্বাস-প্রশ্বাসের জন্য ব্যবহার করে। ভূত্বকের গঠনে ভরের হিসেবে প্রায় 89% অক্সিজেন যৌগিক অবস্থায় আছে।
অক্সিজেনের ভৌত ধর্ম ও সক্রিয়তা
অক্সিজেন বর্ণহীন দ্বিপরমাণুক গ্যাস। আণবিক অক্সিজেন বলতে ডাই অক্সিজেনকে বােঝায়। অক্সিজেনের গলনাঙ্ক, -219°C এবং স্ফুটনাঙ্ক -183°C। অধিক সক্রিয়তার কারণে অক্সিজেন (একমাত্র নিষ্ক্রিয় মৌল বাদে) সব মৌলের সাথে যৌগ গঠন করে থাকে।
অক্সিজেন উৎপাদন
শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য তরল বায়ু থেকে আংশিক পাতন প্রক্রিয়ায় অক্সিজেন গ্যাস পৃথক করা হয় এবং সে অক্সিজেনকে অধিক চাপে সিলিন্ডারে ভর্তি করা হয়। তরল বায়ুর পাতনের-বেলায় –196°C নিম্ন তাপমাত্রায় গ্যাস হিসেবে নাইট্রোজেন বের হয়ে আসে। তরল বায়ুর উপাদান অক্সিজেন -183°C নিম্ন তাপমাত্রায় গ্যাসরূপে বের হয়।
অক্সিজেনের ব্যবহার
(১) ইস্পাত উৎপাদন কালে কাস্ট আয়রনের অপদ্রব্য জারিত করার কাজে প্রচুর অক্সিজেন প্রয়ােজন হয়।
(২) অক্সিজেন দ্বারা লৌহ ও অন্যান্য ধাতু কাটার ও ওয়েল্ডিং বা জোড়া দেয়ার কাজে অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহৃত হয়।
(৩) অ্যাসিটিলিন বা ইথাইন (C2H2) গ্যাসের পূর্ণ দহনে এ শিখা উৎপন্ন হয়।
(৪) নিউমােনিয়া ও অন্যান্য শ্বাসকষ্টের রােগীকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস চালানাের জন্য হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ব্যবহৃত হয়।