টয়লেট্রি কি? What is Toiletry in Bangla?

টয়লেট্রি (Toiletry) বলতে এমন বস্তু বা উপাদান বােঝায় যা পরিষ্কারের কাজে বা শরীরের যত্নে ব্যবহৃত হয়। টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, সুগন্ধী, ডিউডের‌্যান্ট, বডি লােশন ইত্যাদি টয়লেট্রিজের অন্তর্ভুক্ত। নিচে দু’টি টয়লেট্রিজ টুথপেস্ট ও শ্যাম্পুর উৎপাদন আলোচনা করা হলাে।

টুথপেস্ট অনেক উপাদান ব্যবহার করে অনেকভাবে সহজে প্রস্তুত করা যায়। টুথপেস্টের প্রধান উপাদান সাধারণতঃ বেকিং সােডা অর্থাৎ সােডিয়াম বাইকার্বনেট। এটি দাঁতে জারণের ফলে দাগ ও সৃষ্ট প্লাককে দূরীভূত করতে পারে। এর অন্য উপাদান গ্লিসারিণ ও লবণ পানি (বা হাইড্রোজেন পারঅক্সাইড ও নারিকেল তেল) ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। আর ফ্লেভারের জন্য অপরিহার্য তেল পিপারমিন্ট যােগ করা যেতে পারে। এই উপাদানগুলােকে নির্দিষ্ট অনুপাতে মিশালেই টুথপেস্ট তৈরি হয়। যেমন- পিপারমিন্ট টুথপেস্টের ক্ষেত্রে বেকিং সােডা, গ্লিসারিণ, খাদ্যলবণ ও পিপারমিন্টের আয়তনের অনুপাত প্রায় ১৮ : ৯ : ১ : ১।

চুলের শ্যাম্পু বিভিন্ন উপাদান ব্যবহার করে অনেকভাবে সহজে প্রস্তুত করা যায়। শ্যাম্পুর মূল উপাদান সাধারণতঃ তরল জৈব সাবান (যেমন- Liquid Castille soap) যা চুলের ময়লা দূরীভত করে। এ তরল সাবানে olive, hemp ও palm তেলের সাথে পটাসিয়াম হাইড্রোক্সাইড ও গ্লিসারিন থাকে। হারবাল শ্যাম্পুর ক্ষেত্রে হার্ব বা গুল যেমন- গােলাপের পাপড়ি বা কুড়ি, রােজমেরী, অ্যালােভেরা প্রভৃতি উপাদান ব্যবহার করা হয়। চুলে জলীয় বাষ্প ধরে রাখার জন্য সামান্য জলপাই বা নারিকেলের তেল ব্যবহার করা যায়। এছাড়া চুলের পুষ্টির জন্য ভিটামিন E এবং সুগন্ধের জন্য অপিরহার্য তেল (যেমন- রােজরেমী, পিপারমিন্ট তেল) ব্যবহার করা যায়। এই উপাদানগুলােকে নির্দিষ্ট অনুপাতে মিশালেই শ্যাম্পু তৈরি হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *